যমুনা ব্যাংকের ১২ কর্মকর্তাকে দুদকে তলব
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় যমুনা ব্যাংকের ১২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ২২, ২৩ এবং ২৪ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী ২২ এপ্রিল যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন, যমুনা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা শামীম আকতার, সিনিয়র নির্বাহী কর্মকর্তা এএসএম মাসকুব, সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রফিকুল হাসান ও সহকারী ভাইস প্রেসিডেন্ট মোরশেদুর রহমান।
আর ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদ করা হবে ডিএমডি মো. আবুল শাজাহান, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আলী আশরাফ, সহকারী ভাইস প্রেসিডেন্ট মজারুল হহকে। এছাড়া সাবেক এমডি মো. মতিয়ার রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউনুস আলী, নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিবুল কবিরকে ২৪ এপ্রিল সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
এ প্রসঙ্গে দুদকের উপ পরিচালক ও অনুসন্ধানী দলের প্রধান সৈয়দ ইকবাল হোসেন জানান, বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনার অভিযোগ তদন্তে যমুনা ব্যাংকের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ওই তিন দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।”