হঠাৎ করে তিস্তা নদীর পানি বাড়লাে

tista তিস্তাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নীলফামারীঃ প্রায় পানিশূন্য তিস্তা নদীতে আকস্মিকভাবে বেড়ে চলেছে পানি প্রবাহের পরিমাণ। এ নদীর পানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ কিউসেকে।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীতে পানি বৃদ্ধির সঠিক কারণ জানাতে না পারলেও বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির লংমার্চের কারণে ভারত কিছুটা হলেও নদীর পানির প্রবাহ বাড়িয়েছে। কয়েকটি রাজনৈতিক দলের পানির দাবির পর তারা আইওয়াশ করতেই এটা করেছে। তবে এ পানির প্রবাহ কতদিন স্থায়ী হবে তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন তারা।

গত দুই মাস ধরেই তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমান ছিল ১০০ কিউসেক থেকে ১৫০ কিউসেক। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার (১৮ এপ্রিল) তিস্তা নদীতে পানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০০ কিউসেকে। এরপর গতকাল সোমবার (২১ এপ্রিল) পানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০০ কিউসেকে। আজ মঙ্গলবার নদীর পানি এতটাই বেড়েছে যে, যা এখন ৩০০০ কিউসেকে দাঁড়িয়েছে।

তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমাণ বাড়ার কথা স্বীকার করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবার রহমান বলেন, দুপুর ১২টায় তিস্তা নদীতে পানির প্রবাহ ছিল ৩০০০ কিউসেক।

তবে তিনি পানি প্রবাহের পরিমাণ হঠাৎ করে কেন বাড়লো সেটা জানাতে পারেননি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ