জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন : মির্জা ফখরুল

fokhrul ফখরুলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বর্তমান শাসক দলের গণভিত্তি ও রাজনৈতিক ভিত্তি নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার ভারতের সাথে তিস্তাসহ আমাদের অভিন্ন ৫৪টি নদীর ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছে। তাই ভারত ৫৪টি নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে। জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন। বাংলাদেশের মানুষ কারো আধিপত্য মেনে নেবে না। ন্যায্য দাবি ও পাওনা আদায় করে ছাড়বে।

বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়। এ আন্দোলন ১৬ কোটি মানুষের বেঁচে থাকার জন্য। অবিলম্বে ভারতের সাথে তিস্তাসহ সব অভিন্ন নদীর চুক্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ পথসভার মধ্য দিয়ে তিস্তা অভিমুখে দ্বিতীয় দিনের লংমার্চ শুরু হয়।

প্রসঙ্গত, পানির ন্যায্য হিস্যার দাবিতে মঙ্গলবার সকালে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপি। মঙ্গলবার সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগের নেতৃত্বে ঢাকার উত্তরা থেকে লংমার্চের যাত্রা শুরু হয়।

পথে কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন স্থানে বিএনপির নেতারা পথসভায় বক্তৃতা করেন।

এরপর বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথসভা করে রাতে রংপুর শহরে অবস্থান নেয় লংমার্চের বহর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ