বিএনপি লংমার্চের নামে নাটক করছে : হানিফ

hanif হানিফসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তিস্তা অভিমুখে লংমার্চের নামে নাটক করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক  আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বেগম জিয়া ভারতে রাষ্ট্রীয় সফরে গিয়ে এজেন্ডা থাকা সত্ত্বেও আলোচনা করেননি উল্লেখ্য করে হানিফ বলেন, পানির জন্য বিএনপির আজ দরদ উঠেছে। আর যখন তারা ক্ষমতায় ছিল, তখন তাদের নেত্রী ভারতে গিয়েছিলেন- এজেন্ডায় থাকা সত্ত্বেও পানি নিয়ে কোনো আলোচনা করেননি। অথচ তিনি বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, পানি নিয়ে আলোচনা করতে ভুলে গেছেন।

হানিফ বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন- তখন আলোচনা করতে ভুলে যান। আর এখন লংমার্চের নামে নাটক করছেন। এটা বিএনপি’র ভাওতাবাজি।

আ’লীগের এ নেতা বলেন, লংমার্চ করে কোনো দাবি আদায় করা যায় না। এটা রাষ্ট্রীয় সমস্যা। এর সমাধান দুই দেশের আলোচনার মাধ্যমেই করতে হবে। আর সেটা বিএনপির নেতারাও জানেন।

দশম জাতীয় সরকার গঠনের মাধ্যমে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে । এখন ভারতেও নির্বাচন চলছে, সেখানেও নতুন সরকার আসবে। ওই নতুন সরকারের সঙ্গে আলোচনা করে তিস্তা সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, তারেক জিয়া স্বাধীনতার ইতিহাস নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিতে আমার রুচিতে বাঁধে। স্বাধীনতা নিয়ে এ ধরনের বক্তব্য মুর্খতার শামিল। এ মুর্খ নিজের ইচ্ছামতো কথা বলেছে কিনা- তা নিয়েও আমার সন্দেহ আছে। তার মুর্খতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা তাকে দিয়ে এসব কথা বলিয়েছে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাবি সিনেট সদস্য অধ্যাপক মোস্তফা কামাল, স্বাশিপ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ