শুধু লংমার্চ নয়, দরকার গণতান্ত্রিক সরকার : ফখরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, লালমনিরহাটঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু লংমার্চ নয়, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
বুধবার দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধার দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারাজ প্রকল্পের সম্মুখে আয়োজিত লংমার্চ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু লংমার্চ নয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে সরকার নিজের দেশের অধিকার আদায়ে নির্ভয়ে কাজ করবে।’
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নতজানু সরকার দেশের মানুষের জন্য নয়, পার্শ্ববর্তী দেশের জন্য কাজ করছে। তাই এরা যা চায় তাই দিতে বাধ্য থাকে। কিন্তু জনগণের অধিকার আদায়ে ব্যর্থ। তাই এই গণবিরোধী সরকারকে তীব্র গণআন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে।
বক্তারা আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা এই সরকার জনগণের সুবিধা-অসুবিধা নিয়ে ভাবে না। তারা ভারতের কাছ থেকে একটি অধিকারও আদায় করতে পারেনি।
সমাবেশে জাগপা সভাপতি সফিউল আলম প্রধান বলেন, ‘লংমার্চের কারণে নাকি ৩০০০ কিউসেক পানি বৃদ্ধি পেয়েছে। আমরা হিন্দুস্তানের এই ছলচাতুরিতে বিশ্বাস করি না। আমরা তিস্তার ন্যায্য হিস্যা চাই। চুক্তির বাস্তবায়ন দেখতে চাই। দলিল দেখতে চাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে হিন্দুস্তানের গোলামী করার জন্য নয়। বীরের বেশে মাথা উঁচু করে বিশ্বের বুকে বেঁচে থাকতে স্বাধীন হয়েছে।’
সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার বিকল্প নেই। তাই এই স্বৈরাচারি সরকারের পতন নিশ্চিত করে আমাদের অধিকার আদায় করতে হবে। অবিলম্বে গণআন্দোলনের মাধ্যমে এদের বিদায় করা হবে।’ সারাদেশের মতো ঢাকায়ও বড় ধরনের আন্দোলন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সিরকার, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, ড. ওছমান ফারুক, অ্যাডভোকেট আহমেদ আযম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।
প্রসঙ্গত, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে মঙ্গলবার সকালে রংপুরের তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপি। মঙ্গলবার সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমীগের নেতৃত্বে ঢাকার উত্তরা থেকে লংমার্চের যাত্রা শুরু করে একই দিন সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে, বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলে এবং দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করে দলটি। এরপর বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পথ সভাশেষে রাতে রংপুর শহরে অবস্থান নেয়।
বুধবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরীর সামনে পথসভা শেষে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে।