সরকারের কূটনৈতিক তৎপরতায় পানি এসেছে, লং মার্চে নয়
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি’র লংমার্চে নয়- সরকারের কূটনৈতিক তৎপতায় তিস্তার পানি বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।
বুধবার দুপুরে এ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রমেশ চন্দ্র সেন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনীহার কারণে এতদিন পানি পাওয়া যায়নি। ফলে তিস্তা চুক্তিও হয়নি। কিন্তু ভারতের সঙ্গে আমাদের ক্লোজ কানেকশানের অভাব নেই। এখন পানি পাওয়া গেছে। এ পানি বন্ধ হবে না, অব্যাহত থাকবে। কূটনৈতিক তৎপরতায় আমরা পানি পাচ্ছি, বিএনপির আন্দোলনের কারণে নয়।
সাবেক এ পানিসম্পদ মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের ক্লোজ রিলেশান। তাদের সঙ্গে লিয়াজোঁ রেখে কাজ করতে হচ্ছে। তিস্তার পানির জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে। যতদূর পারি সম্পর্ক ভালো রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত একমাস ধরে পানির বিষয়ে কথা বলেছে। কারও আন্দোলনে এ পানি আসেনি। রাজনৈতিক চাপ তো থাকবেই। দেশ তো সবার, একটা দলের জন্য না। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমরা আমাদের মতো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবো। এখন পানি পাচ্ছি, আগামীতে চুক্তি করতে পারলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।
কমিটির প্রথম সভায় নদী ড্রেজিং সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানান সভাপতি। তিনি বলেন, আমাদের দেশের ওপর দিয়ে পাঁচশ’র বেশি নদী প্রবাহিত। বিলিয়ন বিলিয়ন টন পলি এসে জমা হয়ে গেছে। বড় কয়েকটি নদী খনন করতে পারলে ছোট নদীর পানি সহজে চলে যেতে পারবে।