দিপু মনির স্বামীকে হাইকোর্টে তলব

High-Court-sm20130120092335সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আদালত অবমাননার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজসহ চারজনকে তলব করেছেন  হাইকোর্ট।

আগামী ১৯ মে সকালে আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তৌফিক নেওয়াজ ছাড়া বাকি তিনজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মনির, ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম ও শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান।

একইসঙ্গে আদালতের একটি রায় নিয়ে ভুল ব্যাখ্যা দেয়ার কারণে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

শিক্ষা সচিব, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক এবং দুই আইনজীবীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন, এ জে মোহাম্মদ আলী, আব্দুল মতিন খসরু, মেহেদী হাসান চৌধুরী, শেখ ফজলে নুর তাপস ও শাহ মোহাম্মদ আহসানুর রহমান।

গত ২৯ জানুয়ারি হাইকোর্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষানিয়ন্ত্রককে ঢাকা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফারাহ তাসনিম রাইসার রসায়ণ বিষয়ের উত্তরপত্র পুণমূল্যায়নে নির্দেশ দেন। রায়ের পর ২৫ মার্চ ওই শিক্ষার্থী সংশ্লিষ্ট বোর্ডে উত্তরপত্র পুণমূল্যায়নের আবেদন করেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আদালতের ওই আদেশ পালন না করে আইনজীবীদের মাধ্যমে রাইসাকে গত ১৫ এপ্রিল একটি প্রতিউত্তর পাঠান, যেখানে আদালতের ওই রায়কে অপ্রয়োগযোগ্য, নিষ্ফল, অপ্রয়োজনীয় উল্লেখ করা হয়।

তার আগে ঢাকা সিটি কলেজের ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ফারাহ তাসনিম রাইসা খাতা পুন:পরীক্ষার বিষয়ে হাইকোর্টে একটি রিট করেন। এ রিটের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ২৯ জানুয়ারি হাইকোর্ট তার পক্ষে রায় দেন।

আজ দুটি বিষয় নিয়ে রাইসা আদালত অবমাননার অভিযোগ আনেন ঢাকা শিক্ষাবোর্ডের বিরুদ্ধে। আদালত এ আবেদনের পরিপ্রেক্ষিতে চারজনকে তলব করেন। পাশাপাশি রুলও জারি করেন।

পরে আহসানুর রহমান জানান, হাইকোর্টের রায়তো মানা হয়নি। উল্টো আইনজীবীরা হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করেছেন। এ জন্য আদালত চারজনকে তলব করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ