আতঙ্কের নাম নারায়ণগঞ্জ লিংক রোড

nayaranganj district map নারায়ণগঞ্জ জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মানুষের কাছে এখন নতুন আতঙ্কের নাম ‘নারায়ণগঞ্জ লিংক রোড’। রোডের এক দিকে ফতুল্লা স্টেডিয়াম। বিপরীত দিকে সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং জোন। দুর্গন্ধের কারণে মধ্যবর্তী স্থানটিতে মানুষের চলাচল কম থাকায় মহানগরের লিংক রোড এলাকা পরিণত হয়েছে সন্ত্রাসীদের অভয়ারণ্যে।

প্রতিদিনই কোনো না কোনো সন্ত্রাসী কার্যকলাপ ঘটছে এখানে। সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ যে সাত জনের লাশ শীতলক্ষ্যায় পাওয়া গেছে তাদের অপহরণ করা হয়েছিল এই লিংক রোডের শিবু মার্কেট এলাকা থেকেই।

এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকও এই লিংক রোড থেকেই অপহৃত হয়েছিলেন।

ভুক্তভোগীদের কাছে লিংক রোড মানেই আতঙ্ক। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ শাখার সভাপতি চন্দন শীলের ওপরও আক্রমণ হয়েছিল এই লিংক রোডে।

চন্দন শীল জানান, মাস কয়েক আগে একদিন রাতে আমি, আমার স্ত্রী ও ছেলে একসঙ্গে গাড়িতে করে লিংক রোড দিয়ে আসছিলাম। তখন একটি ককটেল আমাদের গাড়ির সামনে পড়ে। আমি চালককে গাড়ি না থামিয়ে যতো তাড়াতাড়ি যাওয়া যায় যেতে বললাম। শিবু মার্কেটের কাছে গিয়ে পুলিশকে বিষয়টি জানাই। ময়লার কারণে আশেপাশে বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারায় সন্ত্রাসীরা এই এলাকায় তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালাতে পারছে।’

সূত্রমতে, লিংক রোডটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন না হওয়ার পরও এখানে ময়লা ফেলা হচ্ছে। ময়লার ডাম্পিং জোন হওয়ার কারণে ফতুল্লা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাও হয়নি।

তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, ‘এগুলো সব ডাহা মিথ্যা কথা। এখানে গত ছয় মাস যাবত কোনো ময়লা ফেলা হয় না। আর ময়লার কারণেই সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, এটা ঠিক নয়। তাহলে সরকারের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী কী করছে। তারা কেন আটকাতে পারছে না। এগুলো এ শহরের নাম-জানা সব সন্ত্রাসীদের কাজ। যারা মারা গিয়েছে আমি তাদের হত্যাকাণ্ডের বিচার দাবি করি।’

স্থানীয় ব্যবসায়ী শাহীন বলেন, ‘আমি এক মাস আগেও ওই রোড ঘুরে আসলাম। শুধু ময়লাই নয়, দুর্গন্ধময় পানিতে নিঃশ্বাস আটকে আসে। তাই এলাকায় লোক সমাগম খুবই কম।’

উল্লেখ্য, রোববার আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ অপহৃত হন গাড়িচালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগ কর্মী মনিরুজ্জামান স্বপন, লিটন ও তার গাড়ি চালক।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলোর মধ্যে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ অপহৃত ছয় জনের লাশ শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে নজরুল ইসলামের সহযোগি লিটনের লাশ উদ্ধার করা হয়।

প্যানেল মেয়র নজরুল ও তার সহযোগিদের হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটানা দুইদিন অবরোধ করেছিল বিক্ষুব্ধ জনতা।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ