যুবদলকর্মীকে গুলি করে হত্যা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লক্ষ্মীপুর সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রিপন (২২) লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারি ইউনিয়নের বাইনতলা গ্রামের হেলালউদ্দিনের ছেলে।
হত্যাকাণ্ডের জন্য পাশের বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহানকে বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার মধ্যরাতের দিকে পাশের দত্তপাড়া ইউনিয়নের করইতলায় একটি ধানক্ষেতে নিয়ে তাকে গুলি করা হয়।
পারিবার ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজাহানের লোকজন রিপনকে বাইনতলা গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে করইতলা গ্রামের লোকজন গুলির শব্দ ও চিৎকার শুনে ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ রিপনকে উদ্ধার করে। তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ২টার দিকে মৃত্যু হলে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, “রিপনকে গুলি করে হত্যা করা হয়েছে।”
এঘটনায় রিপনের সঙ্গে চলাফেরা করতো রাশেদ ও নিজামকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
নিহতের মা আমেনা বেগম এবিসি নিউজ বিডিকে বলেন, রাতে খাওয়ার সময় মোবাইল ফোনে কল পেয়ে বের হয়ে যায় রিপন। কিছুক্ষণ পর তার বাবার মোবাইল ফোনে কল করে সে গুলিবিদ্ধ হওয়ার কথা জানায়।
রিপনের হত্যাকাণ্ডের বিষয়ে পরিবারের অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা শাহজাহান বলেন, “গতকাল সন্ধ্যা থেকে আমি এখনো লক্ষ্মীপুর সদরে আছি। এবিষয়ে আমি কিছুই জানি না।”
বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাকে আমি চিনি না, বিরোধ হবে কি কারণে?”
তবে মান্দারি ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন জানান, রিপন ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে শাহজাহানের বিরোধ ছিল।
লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. শাহাজাহান জানান, শুক্রবার সকাল ১০টায় বাইনতলা গ্রাম থেকে রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।