গুম-হত্যায় নাগরিক সমাজের উদ্বেগ

Sinior Citizenসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গুম ও হত্যায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার নাসিরউদ্দীন ইউসুফ স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। দেশের বিশিষ্ট ১২ জন নাগরিক এ উদ্বেগ প্রকাশ করেন।

তারা হলেন- অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক অজয় রায়, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ডা. সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, আতিউর রহমান, মামুনুর রশীদ এবং নাসির উদ্দীন ইউসুফ।

বিজ্ঞপ্তিতে এ বিশিষ্ট নাগরিকরা বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জ পৌর করপোরেশনের প্যানেল মেয়র ও কমিশনার নজরুল ইসলাম ও তার পাঁচ সহযোগী এবং আইনজীবী চন্দন সরকার ও তার চালককে প্রকাশ্যে অপহরণ করা হয়েছে। পরে তাদের হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ায় আমরা স্তম্ভিত ও ক্ষুব্ধ।

বিগত বছরগুলোতে বিভিন্ন অপহরণের ঘটনা তদন্ত, অপহৃত ব্যক্তিদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে সরকারের আইন-শৃঙ্খলা প্রয়োগকারী কর্তৃপক্ষের সীমাহীন ব্যর্থতা বর্তমান সংকটজনক পরিস্থিতির জন্ম দিয়েছে। এ অবস্থায় লুটেরা দুর্বৃত্ত অপরাধী চক্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ লাভ করছে।

বিবৃতিতে বলা হয়, এসব অপরাধে অভিযুক্ত যারাই হোক- তারা দেশ ও জাতির শত্রু। অপহরণ ও গুমের সব ঘটনার দ্রুততম সুরাহা জাতি প্রত্যাশা করে।

বিশিষ্ট নাগরিকরা বলেন, উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাংলাদেশের অভিযাত্রা বিপথগামী করবার জন্য প্রকাশ্য-অপ্রকাশ্য যেসব ষড়যন্ত্র ও উস্কানি প্রদান চলছে- তা কঠোর হাতে দমন করে বাংলাদেশের অগ্রগতির স্বার্থে আইনের শাসন প্রয়োগে সরকারকে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

তারা বলেন, অপরাধী চক্র যেন কোনোভাবে রাজনীতি ও প্রশাসনকে ব্যবহার করতে না পারে- তা নিশ্চিত করা বিশেষ গুরুত্ববহ। সরকার ও বিরোধী দলের পারস্পরিক দোষারোপের দুষ্ট চক্র থেকে বের হয়ে অপরাধ দমন ও অপরাধী চক্রকে গ্রেপ্তার ও শাস্তিদানে জাতির ঐকমত্যের অবস্থান দৃঢ় করা এ মুহূর্তের জরুরি কর্তব্য।

অপহরণ ও গুমের ঘটনাসমূহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দোষীদের গ্রেপ্তার ও দেশদ্রোহী অপরাধী চক্রের স্বরূপ উন্মোচনে সরকারের দৃঢ় ও যথোচিত পদক্ষেপ গ্রহণ আজ সর্বোচ্চ গুরুত্ব বহন করে বলে তারা মনে করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ