নিউমার্কেট থানায় ছাত্রলীগের হামলা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর নিউমার্কেট থানায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার বেলা পৌনে ৩টায় এ হামলার ঘটনা ঘটে।
এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) হানিফ, ইফতেখার, কনস্টেবল শামীম ও আনসার সদস্য সবুজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা পৌনে ৩টায় নীলক্ষেত মোড়ে একটি খাবারের দোকানে নীলক্ষেত থানার এক উপপরিদর্শক (এসআই) ও এফ রহমান হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী খেতে বসেন। এর মধ্যে এসআইয়ের ওয়্যারলেস বাজতে থাকলে ছাত্রলীগের এক নেতা তার ওয়্যারলেসটি বন্ধ করতে বলেন।
এ সময় এসআই বলেন, বন্ধ করা যাবে না, এটা সরকারি কাজে যোগাযোগের জন্য।
এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এসআইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের চার কর্মীকে ধরে নিয়ে যায় নিউমার্কেট থানা পুলিশ। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা নীলক্ষেত থানায় হামলা চালিয়ে তাকে উদ্ধার করেন এবং নিউমার্কেট থানার সাইনবোর্ড ভেঙে ফেলেন। ঘটনার সময় ছাত্রলীগ কর্মীরা নীলক্ষেত থানার ভারপ্রা ওসির গাড়ি ভাঙচুর করেন।
ছাত্রলীগ কর্মীরা জানান, নীলক্ষেত খাবারের দোকানে পুলিশের সঙ্গে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীরা বাক-বিতণ্ডা হলে পুলিশ চারজনকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে আমরা থানায় গিয়ে তাদের উদ্ধার করি।
যাদের ধরে নেওয়া হয়েছিল তারা হলেন রাষ্ট্র বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র নওশাদ, অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র বিপুল, বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র মুকিত ও ইংরেজী প্রথম বর্ষের ছাত্র সোহান। বিপুল ও মুকিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রলীগের পদে রয়েছেন বলে জানা গেছে।
ওসি ইয়াসির আরাফাত জানান, পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ভুল বুঝাবুঝির জেরে এ ঘটনা ঘটেছে।