না.গঞ্জে ৭ হত্যা মামলার তদন্তে অগ্রগতি

nayaranganj district map নারায়ণগঞ্জ জেলা ম্যাপমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ জেলার আলোচিত ৭ হত্যা মামলা তদন্তের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং- এ এ দাবি করেন তিনি।

তবে আটক ১১ জনের কাছ থেকে কি ধরনের তথ্য পাওয়া গেছে তা জানাতে অপরাগতা প্রকাশ করেন পুলিশ সুপার মুহিদ উদ্দিন।

তিনি বলেন, এত তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। সাতজনকে হত্যা করার বিষয়টি অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, আপনারা জানেন, এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামির বাড়িতে অভিযান চালিয়ে একটি গাড়ি ও কিছু আলামত জব্দ করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিদ উদ্দিন বলেন, এ মামলটি গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলা। সুষ্ঠু তদন্তের জন্য সময়ের প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ছিলেন- ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ