সেচে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কুষ্টিয়ায় মতবিনিময়
কুষ্টিয়া প্রতিনিধি, এবিসি নিউজ ডটকম
কুষ্টিয়া: আসন্ন ইরি-বোরো মৌসুমে সেচ পাম্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনা বিষয়ে অর্থ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন বিদ্যুৎ, সেচ, কৃষি কর্মকর্তা, মিডিয়াকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরে মতবিনিময়ে অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার হোসেন (এনডিসি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক লুৎফর রহমান, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পিনুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
মতবিনিময় সভা থেকে সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সেচকাজে নানা সমস্যার কথা তুলে ধরা হয়।