লক্ষ্মীপুরে আ.লীগের দুই নেতা খুন

kh00nরিপোর্টার, এবিসি নিউজ বিডি, লক্ষ্মীপুরঃ জেলার সদর ও রায়পুর উপজেলায় দুই আওয়ামী লীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া (৫০) ও রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মান্নান একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুজায়েত উল্যার ছেলে। আবদুল মজিদ রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল আবদুল মান্নান খুনের ঘটনা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলজার হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আমি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) গোলাম সরওয়ার জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রায়পুরে নিহত আব্দুল মজিদ পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর কেরওয়া গ্রামের হাসানের রহমানের ছেলে। নিহতের পরিবার জানান, দীর্ঘদিন হতে একই বাড়ির লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঞ্জুরুল হক আকন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত দেহে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি প্রাথমিকভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মর্গে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ