রোববার সারাদেশে বিএনপি’র বিক্ষোভ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পূর্বঘোষিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপির নাগরিক সভা পণ্ড করার প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের প্রতিটি থানা ও সারাদেশের জেলা সদরগুলোতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগুন দিয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সরকার বিরোধী দল দমনে নানান ধরনের ফ্রন্ট খুলেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা চার্জশিট গঠন করা হয়েছে। এটি সরকারের সার্বিক দমন নীতির একটি অংশ। বিরোধী দল দমনে বিএনপির ২৯ জন নেতাকর্মীদের নামে সরকার মিথ্যা চার্জশিট গঠনে তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী। অবৈধ সরকার রক্তপাত এবং গোটা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে কল্পনাতীত গুন্ডামী ও সন্ত্রাসকে আশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে থাকার বাসনায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী বলেন, দেশকে ফ্যাসিবাদী ও জল্লাদ রাজ্যের পথে আর যেতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।