এ বছরই পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন: গওহর রিজভী

Gaohor Rijvi গওহর রিজভীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ২০১৪ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী অধিকার উপলদ্ধি এবং আইএলও কনভেনশন, ১৬৯ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচসি) ও বাংলাদেশ আদিবাসী ফোরাম (বিআইপিই) সেমিনারের আয়োজন করে। সেমিনারে ড. গওহর রিজভী বলেন, আমাদের দেশে ইতোমধ্যে ৩৩টি মন্ত্রণালয়ের মধ্যে ২৫টি স্থানান্তরিত হয়েছে। কিছুদিনের মধ্যে ৩টি স্থানান্তরিত হবে। বাকি তিনটি এ বছরের মধ্যে স্থানান্তর করা হবে। এবছরের শান্তি চুক্তির বাকি কাজ শেষ করা হবে। কাজ শেষ হলে চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে। চুক্তি বাস্তবায়নে ষড়যন্ত্রকারীদেরকে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাধা দিলে চুক্তি বাস্তবায়ন হবে না। এ চুক্তি বাস্তবায়ন আদিবাসীদের অধিকার। বর্তমান সরকার এ চুক্তি করেছে এবং এ সরকারই এ চুক্তি বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। চুক্তি বাস্তবায়নে আদিবাসীদের সহযোগিতা করার দাবি জানিয়ে গওহর রিজভী বলেন, চুক্তির যে যে অংশ বিল্ডাপ হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে আদিবাসীদের সহযোগিতা করতে হবে। না হয় তা সফল করা যাবে না। তবে চুক্তি শতভাগ বাস্তবায়ন কারো পক্ষে সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। চুক্তি বাস্তবায়নের শেষে পার্বত্য চট্টগ্রাম নির্বাচন দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হয়েছে অনেক বছর। এর কারণেও পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। চুক্তি বাস্তবায়নের পরপরই নির্বাচন দেয়া হবে। সেমিনারে জাতীয় মানবাধিকার কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আশা ইউনিভার্সিটির ড. ডালিম চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত রয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ