গণতন্ত্র চর্চা নির্বাসনে

ruhul kobir rijvi রুহুল কবির রিজভীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রের চর্চা নির্বাসনে পাঠানো হয়েছে। দেশে এখন গড়ফাদারদের রাজনীতি শুরু হয়েছে। লালিত গড়ফাদাররা এখন জনপ্রতিনিধি ও সংসদ সদস্য। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে। তারা টাকার বিনিময়ে গুম, খুন করে বিরোধী দলের ওপর এর দায় চাপাচ্ছে। তিনি বলেন, পাপ এবং মিথ্যাকে লোহার সিন্দুকে কখনও বন্দি করে রাখা যায় না। সত্য সব সময় প্রকাশ পায়। বারবার নিজেদের অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপাতে গিয়ে তারা খাদে পড়ে যাচ্ছে। বেগম জিয়ার মুন্সিগঞ্জে জনসভা প্রসঙ্গে রিজভী বলেন, গুম, অপহরণ ও টাকার বিনিময়ে মানুষ হত্যার প্রতিবাদে বুধবার ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সংবাদ সম্মেলনে ছিলেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খাযের ভূঞা, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা, দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ