মানুষের মতো রোবট

Robot রোবটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রদর্শিত হলো মানুষের মতো আবেগ অনুভূতি সম্পন্ন নতুন রোবট পিপার। ‘পিপার’ নামক এই নতুন রোবটটি তৈরি করেছেন জাপানিজ ফার্ম সফটব্যাঙ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এতে এক ধরনের ‘ইমোশনাল ইঞ্জিন’ প্রতিস্থাপন করা হয়েছে যা তাকে একজন মানুষের মতো আবেগ অনুভূতিতে সাড়া দিতে সাহায্য করে। এক লক্ষ আটানব্বই হাজার জাপানিজ ইয়েন(১,৯৩০ ডলার; ১,১৫০ পাউন্ড) মূল্যের এই রোবটটি অবিকল মানুষের মতোই বিভিন্ন কাজে অংশগ্রহণ এবং তার আশেপাশের মানুষজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে। সফট ব্যাঙ্ক কম্পানির প্রধান নির্বাহী মাসায়শি সন সংবাদ সন্মেলনে জানিয়েছেন, আবেগ কিংবা অনুভুতির ঘাটতি কম হলে লোকজন একে অপরকে রোবট বলে থাকে। ইতিহাসে আমরাই এই প্রথম কোনো রোবটকে বানিয়েছি যা মানুষের মতোই আবেগ অনুভূতিতে সাড়া দিতে সক্ষম।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ