ইঁদুরেরও অনুতাপ হয়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শুধু মানুষেরই নয়, ইদুরেরও অনুতাপের অনুভূতি রয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিসওটা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই নতুন তখ্য প্রকাশ করেছেন। খাবার পছন্দের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে পরবর্তী সময়ে অনুশোচনায় ভোগে ইঁদুর। ইঁদুরের আচরণ নিয়ে গবেষণার পর এই তথ্যটি আবিষ্কৃত হয়েছে। পূর্বে ধারণা করা হতো শুধু মানুষেরই অনুতাপের অনুভূতি হয়ে থাকে। মানুষের মতো প্রতিটি ইঁদুরেরও খাদ্যের ব্যাপারে নিজস্ব পছন্দ রয়েছে। পছন্দের খাদ্য বেছে নিতে ভুল করলে পরবর্তী সময়ে ইঁদুর অনুতাপ করে থাকে। ইঁদুরের মস্তিষ্ক বিশ্লেষণ করে গবেষকরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।