রোববার একাদশ শ্রেণী ভর্তি ফল প্রকাশ

ccccccccccccccccccccccccccccccccccবিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : নির্ধারিত সময়ের তিনদিন পর অবশেষে আগামীকাল রোববার একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন এবিসিনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অনলাইনে ভর্তি আবেদন ও তার ফলাফল প্রকাশ আসলে কারিগরি বিষয়। সে বিষয়টি পুরোপুরি মনিটরিং করছে বুয়েটের দল। তারা জানিয়েছেন, আজকের (শনিবার) মধ্যেই ফলাফল প্রকাশের সকল আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব হবে। তবে আমরা একদিন হাতে রেখে আগামীকাল রোববার ফল প্রকাশ করবো।’

রোববার কখন ফল প্রকাশ হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনো নিশ্চিত হয়নি। কারিগরি সকল কাজ সম্পন্ন হলেই ফল প্রকাশ করা হবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড এবার কলেজে ভর্তির কাজটি সমন্বয় করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ওই দিন কারিগরি সমস্যার কারণে ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বোর্ড। এ জন্য এক দিন সময় বাড়িয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার রাতে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে আজ শনিবার সকাল আটটায় তা প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালেও তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য আবেদন করেছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ