ব্যাটে বলে দুর্দান্ত সাকিব, জিতল হায়দরাবাদ

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি (৭ মে ২০১৮),
ঢাকা : সাকিব আল হাসান ৩২ বলে ৩৫ রান আর বল হাতে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে বিজয়ের বেশে মাঠ ছেড়েছেন। দলে তার দ্বিতীয় সর্বোচ্চ এবং বল হতে সাজ ঘড়ে পাঠিয়েছেন উড়তে থাকা পার্থিব প্যাটেল ও বিরাট কোহলিকে। বাংলাদেশের এ অলরাউন্ডারের এমন দুর্দান্ত পারফরমেন্সের পর আর না জিতে থাকতে পারে সানরাইজার্স হায়দরাবাদ! জিতলোও তাই। বেঙ্গালুরের বিপক্ষে ৫ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
সাকিবদেও ৭ মের জয়টা মূলত এসেছে বেঙ্গালুরের শেষ দিকের চরম ব্যর্থতায়। ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ তিন ওভাওে বেঙ্গালুরের প্রয়োজন ছিল ২৫। হাতে ছিল ৫ উইকেট। তাও আবার উইকেটে থিতু হয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে কোলিন ডি গ্রান্ড হোম ও মানদিপ সিং। সেই ম্যাচটিই কিনা জিততে পারল না বেঙ্গালুর। ১৮ ও ১৯ ওভার মিলিয়ে মাত্র ১৩ রান তুলতে পারাই শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১২। বাকির খাতায় তখনো ৫ উইকেট। অথচ তারা করতে পারল মাত্র ছয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ