গ্রাম পর্যায়ে রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিন : প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ জুলাই ২০২১) : শিগগিরই গ্রাম পর্যায়ে গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক্ষেত্রে আগেই রেজিস্ট্রেশন না করলেও চলবে। জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিতে পারবে।
এ সময় গ্রাম পর্যায়ে করোনা টেস্ট করতে জনগণের অনীহা প্রকাশের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটা ঠিক না। অনেকে মনে করে করোনা ধরা পড়লে কেউ তার সঙ্গে মিশবে না। করোনা টেস্ট করালে যদি পজিটিভ হয় তাহলে সে উন্নত চিকিৎসা পাবে। তাছাড়া করোনা টেস্ট না করালে তার দ্বারা অন্যরা সংক্রমিত হওয়ার সুযোগ থাকে।
২৭ জুলাই (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘টেস্ট করলে (করোনা) তার যে চিকিৎসাটা হবে, সে যে ভাল হবে বা সে অন্য কাউকে সংক্রমিত করবে না এবং নিজে বাঁচবে অন্যকেও বাঁচাবে- এই ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে। এটা আমাদের নেতা-কর্মীরা যে যেখানে আছে তাদের বলে দেয়া যাতে সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে যায়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের করোনা রোগীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আর্তমানবতার সেবায় আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, করোনা টেস্ট নিয়ে গ্রামীণ জনগণের মনে যে ভীতি সেটা দূর করতে এবং টিকা প্রদানে উৎসাহিত করতে কাজ করতে হবে।
শেখ হাসিনা বলেন, মানুষের মধ্যে টিকা নিয়ে অতীতে নানারকম ভীতি ছিল। টিকা নিলে কি না কি হয়ে যাবে। এখন সবাই সে ভীতি কাটালেও একটা সমস্যা এখনও আছে যেটা আমি মাঝে মাঝে খবর পাই, কেউ (করোনা) পরীক্ষা করাতে চায় না। তাদের ধারনা টেস্ট করলে করোনা আছে শুনলে সে অচ্ছুত হয়ে যাবে তার সঙ্গে কেউ মিশবে না, এই ভয়টা করে। কিন্তু এটাতো ঠিক নয়।