বিশ্বরঙে বৈশাখী আয়োজন

ফ্যাশন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ এপ্রিল ২০২৪) : ঈদ আনন্দের রেশ মেলানোর আগেই সোনায় সোহাগা হয়ে আসছে বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ। নববর্ষের উদ্‌যাপনেও বাঙালির চাই নতুন পোশাক। সেই আয়োজন আছে বিশ্বরঙে।

রোজা এখন শেষের দিকে। ঈদের কেনাকাটাও এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন সবার ভাবনায় বর্ষবরণ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এবং নতুন বছরের আনন্দকে বহুগুণ করতে চাই নতুন পোশাক। এ উৎসবকে রাঙিয়ে দিতে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ বিশেষভাবে প্রয়াসী। বরাবরের মতো এবারও এই ফ্যাশন ব্র্যান্ড ঐতিহ্য আর আভিজাত্যের সংমিশ্রণে তৈরি করেছে বৈশাখ সংগ্রহ।

এতে বাড়তি মাত্রা যোগ করেছে দেশীয় কাপড় ও উপকরণের ব্যবহার। এবারও এ সংগ্রহে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করেছে। প্রায় হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের হাতে তৈরি বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাকে ব্যবহৃত নকশা এই সংগ্রহ তৈরির অনুপ্রেরণা। আদিবাসী সম্প্রদায়ের নিজ হাতে তৈরি পোশাক দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে, তাই বিশ্বরঙ এবার চেয়েছে আদিবাসীদের নিজস্ব সৃষ্টিশীলতাকে নাগরিক জীবনের সঙ্গে যুগলবন্দী করতে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ