বিদ্যুৎখাতে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বাংলাদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থার মানোন্নয়নে বিশেষ ছাড়ে ৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সংস্থাটির সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী এলাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যতটুকু ক্ষতিসাধন হয়, এই প্রকল্প তা কমিয়ে আনতে সহায়তা করবে এবং ভোক্তারা যাতে সর্বোচ্চ বিদ্যুৎ সুবিধা পায়, সে বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া গ্রামীণ বাংলাদেশের দুই কোটি ৫০ লাখ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা তৈরি ও মান বাড়াতে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর মাত্র ৪২ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুতের নতুন লাইন নির্মাণ ও পুরোনো লাইন মেরামত করে উন্নত করতে সহায়তা দেবে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জোহানেস জাট বলেন, বিদ্যুতের অধিকারের সঙ্গে প্রবৃদ্ধি, শিক্ষা ও উন্নতির বিষয়টি ইতিবাচকভাবে সম্পর্কিত। এর মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও যোগাযোগের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ায়।

তিনি আরও বলেন, বিদ্যুতের ব্যবস্থার উন্নতির মাধ্যমে গ্রামীণ এলাকাগুলোকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব। এ প্রকল্প দারিদ্র্য কমাতে সহায়তা করবে, কর্মসংস্থান তৈরি ও গ্রামীণ লাখো মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়াবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ