টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় রাজনৈতিক কর্মসূচি না দেয়ার অনুরোধ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ  সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কেউ যেন রাজনৈতিক কর্মসূচি না দেয়।

শুক্রবার বিকেলে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন করে সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই, আগামী বিশ্বকাপ ক্রিকেটের সব খেলার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। বিশ্বকাপ চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এখানকার বাসিন্দাদের সহযোগিতা কাম্য।

সিলেটের এই গ্রিন গ্যালারি স্টেডিয়ামসহ দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজ বাধাগ্রস্ত করায় বিএনপি জোটের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন কাজে অনেক প্রতিবন্ধকতা ছিল। হরতাল-অবরোধ-সহিংসতা চালিয়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সিলেটবাসীসহ দেশবাসী ও আইন-প্রয়োগকারী সংস্থাসমূহের সর্বোচ্চ সহযোগিতায় আমরা এসব কাজ নির্বিঘ্নে শেষ করতে পেরেছি।

দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ২৪ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করতে সক্ষম হবে বাংলাদেশ।

সিলেটের উন্নয়নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের সুষম উন্নয়নে আওয়ামী লীগই ভূমিকা রাখে। সেই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সিলেটকে সত্যিকার অর্থে বিভাগ করে গড়ে তোলার জন্য সব পদক্ষেপ নেই আমরা।

প্রধানমন্ত্রী সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে বলেন, প্রাকৃতিক সৌর্ন্দয্যপূন্য এলাকায় এই স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। এখানের পর্যটন উন্নয়নে সরকার আরও কাজ করবে। শিগগিরই সিলেটে একটি ফাইভস্টার হোটেল ও উন্নত মানের একটি সাধারণ হোটেল স্থাপনের ঘোষণা দেন তিনি।

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ