‘ডু অর ডাই’ ম্যাচ

Flag-Pins-Bangladesh-Sri-Lanka

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পালকেল্লেতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। প্রথম ওয়ানডেতে জয় নিয়ে শ্রীলঙ্কা চাপমুক্ত থাকলেও মুশফিকদের চাপ মাথায় নিয়ে মাঠে নামতে হবে। প্রথম ওয়ানডে শতক হাঁকানো তামিম ইকবাল চোটের জন্য সিরিজ থেকে ছিটকে পড়েছেন।
তামিমের চোটের কারণে ব্যাটিং লাইনআপ সাজাতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হবে অধিনায়ক মুশফিককে। দারুণ ফর্মে থাকা তামিমের বিকল্প আপাতত খুঁজে পাওয়া কঠিন হবে বৈকি। যাই হোক, তামিমের পরিবর্তে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন শামসুর রহমান।
সিরিজের প্রথম ম্যাচে জেতায় সুবিধাজনক অবস্থায় রয়েছে শ্রীলঙ্কা। সিরিজের শেষটিতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। এজন্য বোলিং ও ব্যাটিংয়ে ধারাবাহিক হওয়ায় বাংলাদেশের জন্য এ মুহুর্তে সবচেযে বেশি প্রয়োজন। সঙ্গে দরকার সফরের প্রথম টেস্টে ব্যাটিং ঝড় তোলা মুশফিক ও আশরাফুলদের জ্বলে উঠা।
ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, শামসুর রহমান, মোহাম্মদ আশরাফুল, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন, আবুল হাসান ও জিয়াউর রহমান।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, তিলকারত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সত্রিচ সেনানায়েক, উপুল থারাঙ্গা, কিথুরুয়ান ভিথাঙ্গে, অ্যাঞ্জেলো পেরেরা, শামিন্দা এরাঙ্গা ও সাচিথ পাথিরানা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ