আজ বাংলাদেশের সামনে আফগান চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দ্বাদশ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ৭২ রানে হারে আফগানিস্তান। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর এশিয়া কাপে এবারই প্রথম খেলছে আফগানিস্তান। এশিয়া কাপ আফগানিস্তানের জন্যে সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা।
অঘটনের জন্ম দেওয়ায় অপেক্ষায় থাকা আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দিলেও অবাক করার মতো কিছু হবে না। গত দুই বছর ধারাবাহিক ক্রিকেট খেলা বাংলাদেশ সবচেয়ে খারাপ সময় পার করছে।
টি-টোয়েন্টি ও একদিনের ফরম্যাট মিলিয়ে ঘরের মাঠে গত সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি মুশফিকের বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। ইনজুরির সমস্যা রয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমেরও। মুশফিক ফিট না হলে এ ম্যাচে অধিনায়কত্ব কে করবেন সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। এর আগে থেকেই দলে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এক কথায় দলে নেই দলের চার সিনিয়র। এই দল নিয়ে আফগানদের বিপক্ষে লড়াই করাটাও কঠিন।
প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরে গেলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অ্যানামুল হক বিজয়। সাথে ছিলেন মুশফিকুর রহিম। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা বেশ ভালোই খেলেছিল আফগানিস্তান। বল হাতে দারুণ শুরুর পর মাঝে খেই হারিয়ে ফেলে বোলাররা। সে সময়ে উমর আকমাল শতক হাঁকিয়ে আফগানিস্তানের উপর চেপে বসে ২৪৯ রানের টার্গেট ছুড়ে দেয়।
এরপর ভালো শুরুর পর পাকিস্তানি পেসার ও স্পিনারদের চাপে ৭২ রানে হেরে যায় আফগানরা। হেরে গেলেও লড়াই করার পূর্ণ মানসিকতা ফুটে উঠে তাদের পারফরমেন্সে।
এরই মধ্যে আফগান দলের কোচ কবির খান সাফ জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে জয় ভিন্ন অন্য কিছু নিয়ে ভাবছেন না তারা।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয় আফগানিস্তানের। এ পর্যন্ত ২৮টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তারা। যার মধ্যে ১৬টি জয় ও ১২টি হার। বাংলাদেশের বিরুদ্ধে এখনো কোন ম্যাচ খেলেনি আফগানিস্তান।
আফগাস্তিান সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কানাডা, কেনিয়া, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে। চারটি করে ম্যাচ জিতেছে তাদের বিরুদ্ধে।