মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : ৩ জন গুলিবিদ্ধ আহত ১২

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মুন্সীগঞ্জঃ  মুন্সীগঞ্জ সদর উপজেলায় হরতালের সমর্থনে বিএনপি’র মিছিলে পুলিশের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।এছাড়া আরও ৯ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সিপাহিপাড়া এলাকায় বিএনপি-পুলিশের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তী (৪০), কর্মী নুর হোসেন পুস্তি (৩৩) ও  ফারুক হোসেন (৩৮)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সর্মথনে সকালে মোহাম্মদ হোসেন পুস্তির নেতৃত্বে সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে একটি মিছিল বের হয় সিপাহিপাড়া এলাকায় আসলে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পিকেটারদের ইটের আঘাতে অন্তত ২ জন পুলিশ আহত হয়েছে। হরতালকারী রাস্তা বন্ধ করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এছাড়া সদর উপজেলার অন্য কোন এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরে  জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে  বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন পুস্তি এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  ভোট বর্জন করেন পুনুরায় নির্বাচন দাবি করে  এ হরতাল আহবান করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ