আফগানদের কাছেও ধরাশায়ী বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নবীন আফগানিস্তানের কাছেও বিধ্বস্ত হলো বাংলাদেশ। ৩২ রানের হারের লজ্জায় ডুবতে হলো। আফগানদের ২৫৫ রানের জবাবে ১৩ বল বাকি থাকতেই অল আউট হয় মুশফিকুর রহিমের দল।
জিয়াউর রহমান আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারেননি। ২২ বলে ৪১ রান করে ২০৫ রানের মাথায় বিদায় নেন জিয়া। পতন হয় নবম উইকেটের। এরপর দলের স্কোর ২২২ রানে পৌঁছলে শেষ দুই ব্যাটসম্যান রুবেল হোসেন (১৭) এবং সোহাগ গাজীর (২) জুটি ভাঙে। শেষ হয় বাংলাদেশের ইনিংস।
দলীয় ১৬১ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয় বাংলাদেশের। আউট হন নাসির হোসেন (৪১)। এরপর দলের খাতায় আর ৪ রান যোগ হতে সাজঘরে ফেরেন নাঈম ইসলাম (৩৫)। ধস যেন থামছেই না। দলে আর এক রান আসার পর রান আউট হন আব্দুর রাজ্জাক (০)। একই পথ ধরেন আরাফাত সানি। আফগানদের সপ্তম শিকারে পরিণত হন তিনি।
দলীয় ৮৬ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৫০ রান করে বিদায় নেন মমিনুল হক। ৭২টি বল মোকাবেলার পর তিনি বোল্ড হন। এর আগে বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (২৩)। অধিনায়কের বিদায়ে দলীয় ৬৯ রানে পড়ে যায় তৃতীয় উইকেট।
শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দলের খাতায় ১ রান যোগ হতেই খোয়াতে হয় দুই উদ্বোধনী ব্যাসম্যান শাসসুর রহমান (০) ও আনামুল হককে (১)।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান মোহাম্মদ নবী। এছাড়া হামিদ হাসান ও শাপুর জাদরান পান দুটি করে উইকেট।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৪ রান করে আফগানিস্তান। পঞ্চম উইকেট জুটিতে সামিউল্লাহ সেনওয়ারির ৮১ রান ও আসগর স্তানিকজাইর হার না মানা ৯০ রান আফগানদের এ সংগ্রহ গড়তে বড় ভূমিকা রাখে। যদিও এক বল বাকি থাকতে রান আউট হতে হয় শেনওয়ারিকে। সর্বশেষ ব্যাটসম্যান আশরাফ কোনো বল মোকাবেলার সুযোগ পাননি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। দলের পক্ষে প্রথম সাফল্য এনে দেন পেসার রুবেল হোসেন। এরপর সানির জোড়া শিকার হন মোহাম্মদ শাহজাদ (২) ও করীম সাদিক (১২)। দলীয় ৪৩ রানের মাথায় আবারও সানির শিকার হন নাজিবুল্লাহ জাদরান (২১)। এরপর রান আউট হন নওরোজ মঙ্গল (১৮)। দলীয় ৯০ রানের মাথায় মমিনুলের বলে মোহাম্মদ নবী ক্যাচ আউট হন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন আরাফত সানি।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৫৪/৬ (শেহজাদ ২, সাদিক ১২, নাজিবুল্লাহ ২১, আসগর ৯০*, মঙ্গল ২৪, নবী ৭, সলিমুল্লাহ ৮১, আশরাফ ০*; সোহাগ ২/৪৪, মুমিনুল ১/৩৮, রুবেল ১/৬১)
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২২২ (এনামুল ১, শামসুর ০, মুমিনুল ৫০, মুশফিক ২৩, নাসির ৪১, নাঈম ৩৫, জিয়া ৪১, রাজ্জাক ০, সানি ০, রুবেল ১৭, সোহাগ ২; নবী ৩/৪৪, হাসান ২/২৬, শাপুর ২/৩৯, সলিমুল্লাহ ১/২৩, আশরাফ ১/৫১)
বাংলাদেশ দল: শামসুর রহমান, আনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি ও রুবেল হোসেন।
আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, করিম সাদিক, আসগর স্তানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবী (অধিনায়ক), সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান ও হামজা হোতাক।