পাখি ধরিয়ে দিল খুনিকে!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   পুলিশ কিছুতেই নীলম শর্মা হত্যার কূল-কিনারা করতে পারছিল না। ঘটনাটি কে ঘটাতে পারে এর কোনো যোগসূত্রও খুঁজে পাচ্ছিল না। হঠাৎই পুলিশের সামনে রহস্যদ্বার খুলে যায়। আর নীলম হত্যার রহস্য ভেদ করতে পুলিশকে সহযোগিতা করে নীলমেরই পোষা তোতা পাখিটি। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় ঘটেছে এ ঘটনা।

গত ২০ ফেব্রুয়ারি আগ্রার হিন্দি দৈনিক ‘অমর উজলা’ পত্রিকার সম্পাদক বিজয় শর্মার স্ত্রী নীলম শর্মা (৪৫) নিজ বাড়িতে খুন হন। খুনিরা নীলমের সঙ্গে সঙ্গে তাঁর পোষা কুকুরটিকেও হত্যা করে। কিন্তু ঘটনাক্রমে বেঁচে যায় পোষা তোতাটি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেও খুনিকে ধরার কোনো আলামত পায়নি। ওই ঘটনার পর থেকেই পাখিটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, বিশেষ করে বিজয়ের ভাতিজা আশুতোষকে দেখলে। পাখিটি আশুতোষকে দেখলে ভয়ে চিৎকার শুরু করে এবং খাওয়া বন্ধ করে দেয়।

বিজয় বলেন, “আমার স্ত্রী খুন হওয়ার পর থেকেই পাখিটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আলাপ-আলোচনার সময় আশুতোষের নাম উঠলে পাখিটি চিৎকার করে বলতে থাকে, ‘উসনে মারা, উসনে মারা’। এরপর আশুতোষকে নিয়ে আমার সন্দেহ হয়। পুলিশকে বিষয়টি জানাই।’

আগ্রার পুলিশ কর্মকর্তা শালাভ মাথুর বলেন, ‘আমরা আশুতোষের কল লিস্ট পরীক্ষা করে দেখি এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে খুনের কথা স্বীকার করে। সে জানায়, নগদ অর্থ ও মূল্যবান জিনিস নেওয়ার উদ্দেশ্যে তারা ওই বাড়িতে ঢুকেছিল। তবে পাখিটি যে পুরো ঘটনাটি দেখেছে তা সে বুঝতে পারেনি।’

এর আগে ১৯৯৩ সালে একটি তোতা পাখি মার্কিন পুলিশকে খুনি ধরতে সহায়তা করেছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ