আপিলে হেরে গেলেন কাদের সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রার্থীতা ফিরে পেতে বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা আপিল আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয় হতে জানা গেছে, শূন্য ঘোষিত টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিল করা হয়। ইসির এ সিদ্ধান্তের বিপরীতে তিনি আপিল করেন।
ইসি সচিবালয় তথ্যানুসারে, রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ইসির সভাকক্ষে আপিল বাতিলের ঘোষণা দেন। এ সময় অন্য নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিব এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার সকালে কাদের সিদ্দিকীর উপস্থিতিতে শুনানি করে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী শুনানি চলে। পরে কমিশন বিরতি নিয়ে পর্যালোচনা করে বিকেলে এ রায় দেন।
শুনানি শেষে বঙ্গবীর সাংবাদিকদের বলেছিলেন, ‘ডাল ম্যা কুচ কালা হ্যায়।’ কারণ রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক থেকে তথ্য না নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমার সম্পর্কে তথ্য নিয়েছেন। সেখানে আমাকে ঋণখেলাপী বলে অভিযুক্ত করা হয়েছে।’
প্রার্থীতা ফিরে পেতে আদালতে যাবেন বলেও জানিয়েছেন কাদের সিদ্দিকী।
সচিবালয় তথ্যানুসারে, গত বুধবার রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ঋণখেলাপের অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই দিন আরো দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের আপিল আবেদনও বাতিল করেছে ইসি।
বৃহস্পতিবার কাদের সিদ্দিকী প্রধান নির্বাচন কমিশনের কাছে বরাবর আপিল আবেদন করেন। ওই দিন যাচাই-বাছাই শেষে রোববার শুনানির দিন ধার্য করে কমিশন।