রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ অপহরণকারী নিহত

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজধানীর কদমতলী এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযদ্ধে’ ওয়াসিম (৫৫) ও সংগ্রাম (৪৫) নামে দুই অপহরণকারী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে কদমতলী থানাধীন ১২৯, আলমবাগ মসজিদ রোডে কথিত এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে এবিসি নিউজ বিডিকে জানান, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ওয়াসিম ও সংগ্রামকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অভিযানের বিষয়ে র‌্যাব ১০-এর অপারেশন অফিসার লে. কর্নেল গোলাম সারোয়ার এবিসি নিউজ বিডিকে জানান, কদমতলী এলাকার একটি বাসার চিলেকোঠায় অপহারণকারীরা কয়েকজনকে অপহরণ করে নির্যাতন চালাচ্ছে। এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। অপহরণকারীরা অভিযানের বিষয়টি বুঝতে পেরে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে ওই বাড়ি থেকে অপহৃত তিন জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অপহরণকারীদের দুটি পিস্তলও পাওয়া যায় বলে জানান গোলাম সারোয়ার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ