উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সন্দেহজনক
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার বিকালে মিরপুর গোলারটেক খেলার মাঠে ঢাকা ১৪ আসনের অন্তগর্ত মিরপুর, শাহআলী, দারুস সালাম ও রুপনগর থানার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আশরাফ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া উপজেলা নির্বাচনে বিশ্বাস করেন না বলে ১৯৯১ সালে ক্ষমতায় বসেই সমস্ত উপজেলা চেয়ারম্যানদের বরখাস্ত করেছিলেন। তাহলে আজ তিনি কেন এখন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন?
তিনি বলেন, আমরা উপজেলা নির্বাচনে বিশ্বাস করি। স্থানীয় সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন করি। স্থানীয় সরকারকে আরও গতিময় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি দৃঢ় প্রত্যয় করেছি।
উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি বলেন, দেশের সব নির্বাচনই রাজনৈতিকভাবে হয়। অথচ আমাদের দেশে জাতীয় নির্বাচন দলীয়ভাবে হলেও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা যায় না। একই দেশে দু’ধরনের বিধান এক সঙ্গে চলতে পারে না। পৃথিবীর কোথাও এমন ব্যবস্থা নেই।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশন আইন, উপজেলা আইন, ইউনিয়ন আইন এমনকি গ্রামের পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যে আইন রয়েছে তা খতিয়ে দেখতে বলেছেন। যাতে আগামী উপজেলা নির্বাচন দলীয়ভাবে হয় এবং প্রর্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারেন।
যারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
মিরপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।