অভিনেতা আফজালের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  অভিনেতা আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কর্মচারী মো. সোলায়মান।

শুক্রবার রাতে ডিআরইউ’র ৬ কর্মচারীকে মারধর করে আহত করার ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করা হয়।

মামলায় উল্লেখ্য করা হয়েছে, ডিআরইউ’র বার্ষিক বনভোজন শেষে শুক্রবার রাতে সেগুনবাগিচার আব্দুল মজিদ মিয়ার ৬ নম্বর বাড়ির সামনে রাস্তায় গাড়ি থেকে মালামাল নামিয়ে রেখে ডিআরইউ’তে নিচ্ছিলেন কর্মচারীরা। এসময় মদ্যপ অবস্থায় অভিনেতা আফজালসহ ৮-১০ জন বেরিয়ে এসেই তাদের উপর অতর্কিত হামলা চালান। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়া হয়।

মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি মো. সিরাজুল ইসলাম এবিসি নিউজ বিডিকে নিশ্চিত করে জানান, অভিনেতা আফজালসহ ৮-১০জনকে  আসামি করে মামলাটি নথিভূক্ত করা হয়েছে এবং মামলার বাদি হয়েছেন সোলায়মান। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনই অভিনেতা আফজাল হোসেনসহ অন্য আসামিদের গ্রেফতারের ব্যাপারে কোনো কথা বলতে চাননি তিনি।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবিসি নিউজ বিডিকে বলেন, অন্যায়ভাবে সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ‘ডিআরইউ’ এর কর্মচারীদের মারধর করে আহত করায় এ মামলা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

মামলার বাদী সোলায়মান এবিসি নিউজ বিডিকে বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে অভিনেতা আফজাল হোসেনের নেতৃত্বে তারই সন্ত্রাসী বাহিনী আমাদেরকে মারপিট করে আহত করেছে। আমার সহকর্মীরা এখনও হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মামলা হয়েছে, এখন এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ