সাকিবকে পেয়ে উজ্জীবিত বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এশিয়া কাপের গত আসরের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। অথচ অশোভন আচরণের জন্য নিশেধাজ্ঞার কারণে এবার প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আগামীকাল বাঁচা মরার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর সাকিবকে ফিরে পেয়ে উজ্জীবিত গোটা বাংলাদেশ।
সোমবার সংবাদ সম্মেলনে সে কথাই বললেন অধিনায়ক মুশফিকুর রহিম,‘অবশ্যই সাকিব পারফরম করবে। যেভাবে অনুশীলন করে যাচ্ছে তাতে দলে ওর অবদান থাকবে। সাকিব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব খেললে পিচের ওপর নির্ভর করে আমরা একজন ব্যাটসম্যান বা বোলার বাড়তি খেলাতে পারি। সাকিবের জন্য আমার নিজের ওপর থেকে চাপ একটু কমবে। সাকিব, নাসির হোসেন পেছনে থাকলে অনেক নির্ভার হয়ে খেলা যায়।’
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগের দিন মিরপুর বিসিবি এ্যাকাডেমি মাঠে কঠোর অনুশীলন করেছেন দলের খেলোয়াড়রা। শেষ দু’টি ম্যাচের মধ্যে যেকোনো একটি জয়ই বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। এমনটা মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম‘ খেলার এখনও দুটি সুযোগ আছে আমাদের। আমরা যদি তিনটি বিভাগেই ভালো খেলি তাহলে অবশ্যই জয় পাব। একটি ম্যাচ লাগে নিজেদের ফিরে পেতে।গতবছর শেষ দু’টি ম্যাচ ভালো খেলে আমরা ফাইনালে গিয়েছিলাম।’
এখন সবারই জনা যে কোন্দল আছে দলের মধ্যে। এ নিয়ে মুশফিক জানালেন,‘দলের সমস্যা বলতে আমরা পুরো দল একসাথে সংঘবদ্ধভাবে কাজ করতে পারছি না। এটাই সবচেয়ে বড় সমস্যা। একদিনের খেলায় যে কেউ কোনো একটা ভালো পারফর্ম করে তবে তার জন্য ম্যাচ জেতানোটা সহজ হয়। এদিক থেকে বলবো সবাই যার যার জায়গায় থেকে জানে কার কী দায়িত্ব? অবশ্যই সবার সেখানে লক্ষ্য রয়েছে। আশা করছি কাল ভালো ক্রিকেট খেলব।’
রোববার বিসিবির সভাপতি কোচ ও দলপতির সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছেন। সেখানে চারজন খেলোয়াড়ের নাম এসেছে যারা স্বাভাবিক খেলা দিতে পারছেন না। তাদের উপর দায় ভার না চাপিয়ে নিজেকেই দোষী মানছেন মুশফিক। যারা পারফর্ম করতে না পারবে তাদের খেসারত দিতে হবে মনে করেন তিনি,‘ যাদের নাম এসেছে তাদের চাপ নেওয়ার কিছু নেই। অধিনায়ক হিসেবে আমার মনে হয় আমি দলটাকে ওভাবে নেতৃত্ব দিতে পারছি না। এ কারনে হয়তো সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সব জবাবদিহিতা আমার এবং কোচের। অবশ্যই দল যখন ভালো করে আমরাই কৃতিত্ব নেই। আমরা চেষ্টা করছি দুর্ভাগ্যবশত আমাদের হচ্ছে না আমরা যারা এখানে এসেছি পারফর্ম করতে, যদি পারফর্ম ভালো না পারি তাহলে দলের বাইরে যেতে হবে এটাই আসল কথা।’
সোহাগ গাজীর চোটের কারণে দলে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে বাদ পড়া অফস্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিং ভালোই করছেন মাহমুদুল্লাহ; এবার ব্যাটিংয়ে তার অবদান চান অধিনায়ক,‘গাজীর দুর্ভাগ্য। নিজের মান অনুযায়ী হয়তো রিয়াদ ভাই ব্যাটিং করতে পারছেন না। কিন্তু বোলিংয়ের দিক থেকে উনি কিন্তু ভালো করছিলেন। সেদিক থেকে আত্মবিশ্বাস থাকার কথা তার। এবার ব্যাটিংয়েও তার কাছ থেকে ভালো কিছু আশা করছি।’
এশিয়া কাপে কেবল পাকিস্তানকেই হারাতে পারেনি বাংলাদেশ। আগামীকালও ব্যর্থতার বলয়টা ভাঙ্গতে না পারলে এবারের মত এশিয়া কাপ শেষ হয়ে যাবে স্বাগতিকদের। মুশফিকরা নিশ্চয়ই চান না সেটা।