বোনাস পয়েন্ট নিয়েই ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে নাম লেখাল শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ১২৯ রানের দাপুটে জয়ে বোনাস পয়েন্টও পেয়েছে তারা।  শ্রীলঙ্কার ২৫৩ রানের জবাবে আফগানিস্তান ৩৮.৪ ওভারে ১২৪-এ গুটিয়ে হার মানে ১২৯ রানে।

আফগানিস্তানকে ২০২ বা এর কম রানে বেঁধে রাখতে পারলেই বোনাস পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট পাওয়ার সমীকরণ ছিল শ্রীলঙ্কার।  মোহাম্মদ নবীর দলকে ১২৪-এ বেঁধে ফেলে সেটা আদায় করে নেয় তারা। ৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তাই শীর্ষে উঠে এল লঙ্কানরা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৯।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে চমকে দিয়েছিল আফগানিস্তান। অনভিজ্ঞতার জন্য ম্যাচটা জিততে না পারলেও বাংলাদেশকে হারিয়ে  বুঝিয়েছে,মোটেও হেলাফেলার দল নয় তারা। ভালো খেলার এই ধারাবাহিকতাটা মোহাম্মদ নবীর দল অন্তত বোলিংয়ে ধরে রেখেছিল শ্রীলঙ্কার বিপক্ষেও। চারবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের তারা বেঁধে রেখেছে ৬ উইকেটে ২৫৩ রানে।

জবাবে লাকমলের করা দ্বিতীয় ওভারেই ৭ রানে বোল্ড হন ওপেনার মোহাম্মদ শাহজাদ। নূর আলি জাদরান ও আশগর স্টানিকজাই ৪৩ রানের জুটি গড়ে কাটিয়ে উঠছিলেন ধাক্কাটা। ২৭ করা স্টানিকজাইকে বোল্ড করে জুটিটা ভাঙ্গেন থিসারা পেরেরা। এরপর নওরোজ মঙ্গলকেও (৪) ফেরান তিনি। সে সাথে অজন্থা মেন্ডিস নূর আলিকে (২১) আর লাকমল সেনওয়ারিকে (৬) ফেরালে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে আফগানরা। এই চাপটা কাটাতে জুটি বাঁধেন অধিনায়ক মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরান। ষষ্ঠ উইকেটে ৪৮ রানের জুটিও গড়েন দুজন। তবে ১১ করা নাজিবুল্লাহকে ম্যাথুজের ক্যাচ বানিয়ে জুটিটা ভয়ংকর হওয়ার আগেই ভাঙ্গেন থিসারা পেরেরা।

আফগানদের আশার প্রদীপ হয়েছিলেন অধিনায়ক মোহাম্মদ নবী। পরের ওভারে ৪৩ বলে ৩ বাউন্ডারি ১ ছক্কায় নবীকে এলবিডাব্লিউ করে আফগানিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন চতুরঙ্গ ডি সিলভা। এরপর হারটা হয়ে পড়ে সময়ের অপেক্ষা। সেই প্রতীক্ষার অবসান হয় ৩৮.৪ ওভারে। লঙ্কানদের হয়ে মেন্ডিস ও থিসারা নেন ৩টি করে উইকেট।

এর আগে দূর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে শুরু থেকেই চেপে ধরেছিল আফগানরা। ১৫৮ রানে লঙ্কানদের ৫ উইকেট নিয়েছিল তারা। এমনকি ৪২তম ওভারেও ৬ উইকেটে লঙ্কানদের স্কোর ছিল ১৮৪। সেখান থেকেই মাথুজ ঝড়ে লঙ্কানদের স্কোরটা পৌঁছে ২৫৩-তে। ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথুজ। ৩৭তম ওভারে ক্রিজে আসা ম্যাথুজ প্রথম বাউন্ডারি মারেন ৪৭তম ওভারে। শেষ কয়েক ওভারে অনভিজ্ঞতার জন্যই অনেক বেশি রান দিয়ে ফেলেছেন আফগান বোলাররা।

শ্রীলঙ্কার হয়ে সাঙ্গাকারা ৭৬,কুশল ৩৩,চান্দিমাল ২৬ ও থিসারা করেন ১৯ রান। আফগানদের হয়ে মিরওয়াশ আশরাফ নেন ২ উইকেট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ