বিমসটেকে আঞ্চলিক সহযোগিতার ডাক প্রধানমন্ত্রীর
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নে পি দওয়ে শুরু হওয়া সম্মেলনে এ তিনি সহযোগিতার এ ডাক দেন।
আঞ্চলিক উন্নয়নে বিমসটেকের গুরুত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের শান্তি, উন্নয়ন ও সম্মৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ সবাইকে কাজ করতে হবে।
ঢাকায় বিমসটেক দারিদ্র নিরসন সেন্টার স্থাপনের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ৫ বছরে বাংলাদেশ বাংলাদেশ দারিদ্রের মাত্রা ৪০ শতাংশ থেকে ২৬ শতাংশে নামিয়ে এনেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎ উৎপাদন এবং তা পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করে ব্যবহারের পক্ষেও কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিলো প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনার কার্যকর উন্নয়নের কথা। আর জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ৩ কোটি মানুষের সম্ভাব্য অভিবাসনের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিমসটেকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া না হলে এর সদস্য অন্য দেশগুলোর ক্ষেত্রেও একই ধরনের সমস্য দেখা দিতে পারে। এ অবস্থায় বাংলাদেশের পক্ষে কণ্ঠ জাগ্রত করতে অন্য দেশগুলোর নেতাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়নে বিমসটেক উদ্যোগ নিতে পারে বলে মত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় সম্মেলনের উদ্বোধনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের স্বাগত জানান মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সিন।
সম্মেলনে যোগ দিয়েছেন- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসে এবং থাইল্যান্ডের স্থায়ী সচিব সিহাশাক ফুয়াংকেতকিও।