গণতন্ত্রের জন্য লড়ছে বিএনপি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়- আমাদের লড়াই গণতন্ত্র, অধিকার, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার লড়াই।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচনে দেশের জনগণ স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রার্থীদের একের  পর এক পরাজিত করছে । যেখানে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্র যেতে বাধা দেয়া হয়েছে সেখানেও জনগণ বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছে। তারা জয়ী হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কবি মাহমুদল হাসান নিজামীর ৩৫তম গ্রন্থ এবং সর্বশেষ কাব্যগ্রন্থ আমি আম্রা বিচার চাই  এর প্রকাশনা উৎসবে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি এই প্রকাশনা উৎসবের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির ব্যাপারী।

মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ নিয়ন্ত্রিত গণতন্ত্র ও বাকশালী গণতন্ত্রে বিশ্বাস করে না। বর্তমানে রাষ্ট্র পুরোপুরিভাবে স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এখানে মুক্তভাবে কোনো কথা বলা যায় না। যারা স্বাধীনভাবে মুক্ত কন্ঠে কথা বলতে চান তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় পড়তে হয়।

তিনি বলেন, রাজনীতিকদের জেলে যেতে হয়, তাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে। আমাকে ৭দিনের মধ্যে ৪দিন কোর্টে যেতে হয়। যারা কথা বলছে, তাদেরকে জেলে নেয়া হচ্ছে। আওয়ামী লীগ ভিন্ন মত সহ্য করতে পারে না বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, রাষ্ট্রের পরিবেশ এখন কবি-সাহিতিকদের কাজ করার সুযোগ সুবিধা আছে কিনা বা কতটুকু আছে সেটা তারা বলতে পারেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ