তিস্তাচুক্তি কঠিন বিষয় হাসিনাকে মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানিবন্টন চুক্তি স্বাক্ষর করা কঠিন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মিয়ানমারে বিমসটেক সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে হাসিনাকে মনমোহন আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে ঐকমত্যে পৌঁছার জন্য ভারতে তাদের প্রচেষ্টা চলছে।

৫ জানুয়ারির নির্বাচনের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম ২০ মিনিটের বৈঠকে তিস্তা চুক্তির বিষয়টি আলোচনায় উঠে আসে। ২০১১ সালে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা পানিবন্টন চুক্তি স্বাক্ষরসহ কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়। কিন্তু পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেঁকে বসায় শেষ পর্যন্ত আটকে যায় তিস্তাচুক্তি।

এ নিয়ে বাংলাদেশে যথেষ্ট ক্ষোভ রয়েছে। সাধারন মানুষ মনে করে মমতার বেঁকে বসা ভারতের কৌশলই হতে পারে। যা হোক মনমোহন একে কঠিন বিষয় উল্লেখ করে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছার চেষ্টা চলছে বলে জানান। এ সময় হাসিনাকে জয়ের কারণে অভিনন্দন জানান মনমোহন।

জবাবে হাসিনাও মনমোহনকে ধন্যবাদ জ্ঞাপন করেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারুদ্দিন। বৈঠকে দুই নেতা সীমান্ত চিহ্নিতকরণ চুক্তি নিয়েও আলোচনা করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ