গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করবেন আব্দুল জব্বার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অনুমতি না নিয়ে গান বাজারজাত করায় গ্রামীণফোনসহ বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করবেন বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার।
বুধবার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে কপিরাইট আইনে করা এক মামলার শুনানি শেষে এবিসি নিউজ বিডিকে এ কথা জানান তিনি।
এদিকে, আব্দুল জব্বারের করা কপিরাইট আইনের মামলায় ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমানসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বুধবার এ আদেশ দেন।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের চেয়ারম্যানের সঙ্গে আব্দুল জব্বারের একটি আপোষ হয়। কোম্পানিটি আব্দুল জব্বারকে ছয় লাখ টাকা পরিশোধ করে।
এ ব্যাপারে আব্দুল জব্বার এবিসি নিউজ বিডিকে বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে আমার বিভিন্ন গান অনুমতি না নিয়ে বাজারজাত করে আসছিল। গানের রয়েলিটি বাবদ কোনো টাকা তারা দেয়নি না।’
তিনি বলেন, ‘এখন আমি গ্রামীণফোনসহ বিভিন্ন মোবাইল কোম্পানির বিরুদ্ধে কপিরাইট মামলা করবো। এসব ফোন কোম্পানি আমার অনুমতি না নিয়ে অনেক গান বাজারজাত করছে।’
অন্যদিকে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ‘আব্দুল জব্বারের গান বিনানুমতিতে ব্যবহার করায় আমরা দুঃখিত। আমরা আমাদের ভুল বুঝতে পেরে তার প্রাপ্য সম্মানি দিয়ে দিয়েছি। এরপরও আদালত আমাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার চাই।’
গত বছরের ২৬ নভেম্বর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে কপিরাইট আইনে এ মামলা করেন আব্দুল জব্বার।