এত শিগগিরই ডিসিসিতে ভোট নয়

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনারের অবর্তমানে রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক বলেছেন, এত শিগগির ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে না।

ঢাকা সিটি করপোরেশনের সীমানা পুনঃনির্ধারণের জটিলতাসহ নানাবিধ সমস্যার কারণে ইচ্ছা থাকাও  সত্ত্বেও ডিসিসিতে ভোটের আয়োজন করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এছাড়া বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নির্বাচনী আইন ভঙ্গের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কর্মকর্তারা সচেতনভাবে নির্বাচনী আইন ভঙ্গ করে কিনা তার গ্যারান্টি নির্বাচন কমিশন দিতে পারে না।তবে আমার প্রতিষ্ঠানের যদি কেউ অন্যায় করে তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলে অবশ্যই বসে থাকবো না।  তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা হয়েছে অনেক বেশি, তিনি বিষয়টা স্বীকার করে বলেন, সহিংসতা হয়েছে এটা সত্য তবে আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেন এ ধরনের সহিংসতা আর না হয়। নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় কোনো বাধা না আসে সে চেষ্টাই করা হচ্ছে।

এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য পরবর্তী নির্বাচনে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরো জোরদার করা

হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ