স্মার্ট থাকতে স্মার্টফোন
সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্মার্টফোনে ইন্টারনেট সবচেয়ে বেশি মাত্রায় ব্যবহৃত হয়৷ তথ্য আদান-প্রদান ছাড়াও অনেক জরুরি কাজ এখন স্মার্টফোনের দ্বারাই সম্ভব৷ আর এই ইন্টারনেট ব্যবহারে নতুন মাত্রা য়োগ করেছে মেবাইল ডিভাইসের বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস৷ স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত এবারের প্রদর্শনীতে ফিটনেস ট্রাকার ও স্মার্ট টুথব্রাশ দেখিয়েছে নির্মাতারা৷ ডিভাইসগুলি অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে চিকিৎসা জগতে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে৷
ওরাল বি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৪ তে ইন্টারনেট সুবিধাযুক্ত স্মার্টটুথব্রাশ দেখিয়েছে৷ এতে ব্রাশ করার সময় দাঁত ও মাড়ির বিভিন্ন অবস্থা সম্পর্কিত তথ্য মোবাইলফোনে রেকর্ড হয়ে যাবে৷ ব্রিটেনের এক সংবাদপত্র জানিয়েছে এই ব্রাশটি ব্যবহারকারীর দাঁত ব্রাশ করার পদ্ধতি পর্যবেক্ষণ করবে৷ এতে একজন কিভাবে ব্রাশ করছে, ঠিকভাবে করছেন কিনা, তার দাঁত বা মাড়িতে সমস্যা আছে কিনা তাও জানা যাবে৷ রেকর্ড করা ওই ডেটাগুলি পরবর্তীতে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয়ে করতে সাহায্য করবে৷ লন্ডনে প্রায় ২০০ ডলারের বিনিময়ে মিলছে এই স্মার্ট টুথব্রাশ৷
অন্যদিকে ফিটনেস ট্র্যাকারও এ বছরের অন্যতম আলোচিত প্রযুক্তির মধ্যে একটি৷ স্যামসং বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তিনটি ভিন্ন মডেলের স্মার্টওয়াচের প্রদর্শন করেছে৷ এগুলোর প্রত্যেকটিতে রয়েছে হৃদস্পন্দন পর্যবেক্ষণ ব্যবস্থা৷ চীনের অপর স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে তৈরি করেছে ফিটনেস ট্র্যাকার৷ হাতে পরার এই ডিভাইসটিকে হেডফোনে কনভার্ট করে কল রিসিভও করা যাবে৷ সনি তৈরি করেছে ফিটনেস ট্র্যাকার ব্যন্ড৷ অপর দিকে মার্চ মাস থেকেই গ্লোবাল পজিশনিং সিস্টেম সুবিধাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনছে মোটোরোলা৷ এতে থাকছে ৮ জিবি ইন্টারনাল মেমোরি৷
সুতরাং বলাই বাহুল্য ২০১৪ সালে টুথব্রাশ থেকে ঘড়ি সবই হয়ে উঠছে স্মার্ট৷ তাই আপনাকেও স্মার্টতো থাকতেই হবে৷