কবর থেকে তোলা হয়েছে রাহার লাশ
‘মৃত্যু রহস্য’ খতিয়ে দেখতে আজিমপুর কবর থেকে বৃহস্পতিবার দুপুরে উত্তোলন করা হয়েছে লাক্স তারকা সুমাইয়া আজগার রাহার (২০) মরদেহ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক পরিবর্তন ডটকমকে জানান, বেলা ১১টায় লাশ উত্তোলন করতে আজিমপুর যান তারা।
“বেলা দেড়টায় লাশ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শামীম বানু শান্তি উপস্থিত ছিলেন,” জানান আজিজুল হক।
গত শুক্রবার রাতে মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের বাসায় নিজ রুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রাহার লাশ উদ্ধার করে তার পরিবার। পরে শনিবার দুপুরে রাহার লাশটি আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। রাহার পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করার চেষ্টা করা হলেও খবরটি মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে শনিবার রাতে।
এই মৃত্যু নিয়ে মিডিয়াপাড়ায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছে, এটি আত্মহত্যা। কেউ বলছে, এটি হত্যাকাণ্ড। নায়ক এম এ জলিল অনন্ত ও নায়িকা বর্ষাকে জড়িয়েও নানা খবর প্রকাশিত হচ্ছে। অনেকে বলছেন, ত্রিভূজপ্রেমের সংঘাত থেকে ওই ‘আত্মহত্যার’ ঘটনাটি ঘটেছে।
লাক্স ফটোজেনিক প্রতিযোগিতার ২০০৭ সালের তৃতীয় স্থানের বিজয়ী ছিলেন সুমাইয়া আজগার রাহা। এরপর মিডিয়ায় নিয়মিত কাজ করেছেন। প্রায় ৪ বছরের ক্যারিয়ারে রাহা বেশ কয়েকটি মডেলিং, বিজ্ঞাপন ও টিভি নাটকে কাজ করেছেন। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘জল তরঙ্গ’, সালাউদ্দিন লাভলুর ‘স্বপ্নবাজার’, ‘উচ্চতর শারীরিক বিজ্ঞান’,’লাকি থারটিন’, ‘দিন বদলের পালা’, ‘কামিং সুন’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এ লাক্স সুন্দরী।