বিদ্যুতের মূল্য গড়ে ৫.১৩ শতাংশ বাড়ানোর সুপারিশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিদ্যুতের মূল্য গড়ে ৫ দশমিক ১৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
৫টি বিতরণী সংস্থা ও কোম্পানি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) গড়ে বিদ্যুতের মূল্য ১৫ দশমিক ২৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন কমিটি ৫ দশমিক ১৩ শতাংশ শতাংশ বাড়ানো যেতে পারে বলে মত দেয়।
বিদ্যুতের মূল্য বাড়ানো নিয়ে রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে বিইআরসি কার্যালয়ে গত মঙ্গলবার থেকে টানা তিন দিনের গণশুনানি বৃহস্পতিবার শেষ হয়।
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশন সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন ও মো. মাকসুদুল হক শুনানি গ্রহণ করেন। গণশুনানিতে সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা, ব্যবসায়ী, ভোক্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান বলেন, গণশুনানিতে যারা অংশ নিয়েছেন সবার বক্তব্যকেই গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। সবার যুক্তিতর্ক পরীক্ষা-নিরীক্ষা করে জনসাধারণের অধিকার ও সাধ্যের কথা বিবেচনায় এনে বিদ্যুতের মূল্য বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।