নয়াদিল্লিতে ৪ বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের নয়াদিল্লিতে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি ও ডাকাতির অভিযোগে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সাগর ওরফে জাহাঙ্গীর (৩৫), সোহাগ ওরফে রুস্তম (২৭), আজিবুল খান (২১) ও শাকির আলী (২১)। ভারতের বিভিন্ন প্রদেশে স্বদেশী আরও কয়েক সহযোগীর সঙ্গে তারা অপরাধ কার্যক্রম পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দিল্লির রিথালা মেট্রো স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ভুয়া রেজিস্ট্রেশন নম্বরসহ একটি ট্রাক, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করেছে। ইলেক্ট্রনিক সরঞ্জাম বিশেষ করে কম্পিউটারের যন্ত্রপাতি সংরক্ষণ করা বিভিন্ন গুদাম ঘরকে তারা টার্গেট করতো। রাজধানী নয়াদিল্লিসহ উত্তর প্রদেশ ও হরিয়ানাতেও তারা তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করতো বলে জানায় পুলিশ।
গত কয়েক বছর ধরে তারা ভারতের রাজধানীতে বসবাস করছে। একই ধরনের অপরাধে কয়েকবার জেল খাটার সময় তারা একটি ডাকাত দল গঠন করে। ওই ডাকাত দলের আরও ৬ সদস্য এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে বলে জানান এক পুলিশ কর্মকর্তা।