জবি শিক্ষার্থীদের ব্যানারে আগুন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শহীদ বজলুর রহমান হলে টানানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ব্যানার পুড়িয়ে দিয়েছে দখলদাররা। ব্যানার টানিয়ে প্রতিনিধি দল চলে আসার দুই মিনিটের মাথায় ব্যানারটি পুড়িয়ে দেয় তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধি দল পুলিশ প্রহরায় ব্যানারটি টানায়। একই সঙ্গে এলাকাবাসী প্রতিরোধ মঞ্চ করে বিক্ষোভ করে। আন্দোলনকারীরা ব্যানারটি টানিয়ে চলে আসার পর দখলদার এলাকাবাসী ব্যানারে আগুন ধরিয়ে দেয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জবি ক্যাম্পাস থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রা করে।আন্দোলনকারীদের ঠেকাতে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাস্তার একপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়। এছাড়া জলকামান ও সাঁজোয়া যানও মোতায়েন করা হয়।
বেলা পৌনে ১২টার দিকে আন্দোলনকারীরা রায়সাহেববাজার মোড়ে পৌঁছলে পুলিশের ব্যারিকেডে আটকা পড়ে সেখানেই বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের প্রথম দিকে ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশি প্রহরায় শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল হলটিতে ব্যানার টানিয়ে আসে।