অনিয়ম হলেই নির্বাচন বন্ধ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে অনিয়ম হলেই ভোটগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ।
তিনি বলেন, আগের দু দফা নির্বাচনে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে কিন্তু পরবর্তী পর্যায়ে যাতে না ঘটে সেই জন্য কোথাও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা গোলমাল হলে সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের ভোটগ্রহণ বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, ইতোমধ্যে নির্বাচনী এলাকার ডিসি এসপিদের নির্দেশ দেয়া হয়েছে। মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেয়া কোনো রকম গোলমাল হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের অনুপস্থিতি চলমান উপজেলা নির্বাচনে প্রভাব ফেলবে না। সিইসি না থাকলেও ইসির কাজের কোনো সমস্যা হবে না। সংখ্যা নয় দায়িত্ব দিয়ে বিবেচনা করা হবে কমিশন কিভাবে কাজ করে।