বাণিজ্য ভারসাম্য আনয়নে প্রয়োজন চীনা বিনিয়োগ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্য আনার জন্য দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এই পরামর্শ দেন।
লি জুন বলেন, ‘বাংলাদেশ-চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তারপরও দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ ঘাটতিতে রয়েছে। তাই এ ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে হবে।’
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীনে গত নির্বাচনের পর পররাষ্ট্রনীতিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে চীন তার বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ইচ্ছুক। পাশাপাশি বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে তাকে ভারতের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাংলাদেশের উচিত চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আকৃষ্ট করা।’
যোগাযোগ খাতে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক নির্মাণে চীনা কোম্পানিগুলোর দীর্ঘসূত্রতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চীন সরকার এই কোম্পানিগুলোকে সরাসরি এই কাজে নিযুক্ত করেনি। উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে কোম্পানিগুলো এই দেশে এসেছে। তাই কাজের ব্যর্থতার দায়ভারও পুরোপুরি সেই তাদেরই নিতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিক্যাবে প্রেসিডেন্ট মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি প্রমুখ।