দুই বছরের লম্বা কিস্তিতে ল্যাপটপ

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   দুই বছরের লম্বা কিস্তিতে ল্যাপটপ পাওয়া যাবে।তবে এটা কিনতে পারবেন শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা।  ই-কমার্স প্রতিষ্ঠান ‘আমার দেশ আমার গ্রাম’র মাধ্যমে ল্যাপটপ পাওয়া যাবে। এজন্য শতকরা ১০টাকা সুদ দিতে হবে ট্রাস্ট ব্যাংককে। বিনিময়ে কোনো ডাউনপেমেন্ট ছাড়াই মিলবে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতিতে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। অনুষ্ঠানে দুজন শিক্ষার্থী ও একজন নারী উদ্যোক্তার হাতে ল্যাপটপ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর।

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, ডেল’র আবাসিক ব্যবস্থাপক সোনিয়া বশির করিব, আমার দেশ আমার গ্রামের প্রতিষ্ঠাতা সাদেকা হাসান সেজুতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ল্যাপটপ কিনতে ট্রাস্ট ব্যাংক ৯ থেকে ১০ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ও শিক্ষার্থীদের ঋণ দেয়া হবে। দুই বছরের সহজ কিস্তিতে তারা এ ঋণ পাবেন। ডাউন্টপেমেন্ট হিসেবে ল্যাপটপের দামের ২০ শতাংশ ক্রেতাকে দিতে হবে। বাকি ৮০ শতাংশই গ্রাহকরা পাবেন ঋণ হিসেবে। আর ল্যাপটপ কেনা বা ঋণ নিতে আমার দেশ আমার গ্রাম ও ডেল এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ