রেলে নাশকতা: ক্ষতিপূরণ খালেদাকে দিতে হবে
হরতালে রেলে নাশকতার ঘটনায় ক্ষতিপূরণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো: মুজিবুল হক।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রেলভবনে রেলের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত রেলওয়েতে সর্বমোট ৯৫টি নাশকতামুলক ঘটনা ঘটেছে যার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩ কোটি ৭৬ লাখ টাকা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, হরতাল আহ্বানকারী খালেদা জিয়াসহ তার পক্ষ অবলম্বনকারীদেরকে জাতীয় এই সম্পদের ক্ষয়ক্ষতির টাকা পরিশোধ করতে হবে।
রেল নাশকতায় ৪৩টি মামলা ও ৩টি জিডি এবং ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, “নাশকতাকারী সবাই বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেলসচিব মহবুব-উর-রহমান, রেলওয়ের মহাপরিচালক মো: আবু তাহেরসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা।